ন্যায় বিচার ঘুমিয়ে কেন?
মোস্তফা জামাল গুমুজি
নিজের সুরক্ষা নিজেকেই নিতে হয়,
তাহলে কেন ভোটের খেলায় পড়ি ভয়?
ন্যায় বিচার কি কেবল কাগজে লেখা?
বুকের ভেতর জমে ক্ষোভের রেখা!
প্রতিশ্রুতির ফানুস উড়ে আকাশে,
বাস্তবতা কেন পড়ে কাঁদে ঘাসে?
গণতন্ত্রের মঞ্চে নাটক জমে,
সত্যের কণ্ঠ রুদ্ধ হয় থমকে!
দেখি, শুনি, তবু কিছু বলি না,
ন্যায়বিচার পড়ে আছে ধুলিতে থমকে।
তবে কি সত্যি আমরা সবাই বোবা?
নাকি ভুলেই গেছি প্রতিবাদ কেমন করে?
তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal