মহব্বতের পথ
মোস্তফা জামাল গুমুজি
চলন্ত গাড়ির কাচে লাগে,
হাওয়া বয়ে যায় শান্ত হয়ে।
ড্রাইভারের পাশে ছোট্ট প্রাণ,
তিন দিন আগে কুড়ানো জান।
একটি চোখে ভাসে ভীতি,
একটিতে যেন কৃতজ্ঞ স্মৃতি।
মহব্বত বোঝে না সবাই,
সে তো কঠিন, সহজ নয়।
একটি হাত মাথায় রাখে,
নিঃশব্দে বলে, “তুমি আছো পাশে।”
ভালোবাসা কি শুধু ভাষার খেলা?
নাকি ছেড়ে না যাওয়ার বেলা?
কঠিন বটে, সহজ নয়,
তবু সে-ই জীবনের জয়।
একটি প্রাণ, একটি টান,
এভাবেই বয়ে চলে মহব্বতের গান।
০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal