মায়ার চোখ, হাসির সুর
মোস্তফা জামাল গুমুজি
কত মায়া ভরা চোখ,
স্বপ্নে আঁকা রঙিন আলোক।
চেয়ে থাকি চুপচাপ রাতে,
তোমার চোখে বাঁধি প্রভাতে।
ও চোখে জল না আসুক,
দুঃখের ছায়া না থাকুক।
যে কন্ঠের প্রেমে পাগল,
সে কন্ঠে হাসি বাজুক।
তোমার হাসির রিনিঝিনি,
আমার হৃদয় জুড়ে বিনি।
দুঃখ যাক, সুখ থাক,
ভালোবাসায় বেঁধে রাখ।
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal