Posted on

মানবতার আলো

নিতান্তই ক্লান্ত দুপুর। অফিসের কাজ সেরে বাসায় ফিরছিলাম। রোদের তাপ একটু কমেছে, তবে পথচলতি মানুষের ব্যস্ততা যেন কমার নয়। হঠাৎই রাস্তার ধারে এক বৃদ্ধকে দেখে থমকে দাঁড়ালাম। শরীরে মলিন কাপড়, এক হাতে লাঠি, অন্য হাতে একটা পুরনো থলে। মুখে ছিল এক ধরনের অসহায়ত্বের ছাপ, অথচ চোখদুটো ছিল আশায় ভরা।

আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, “কিছু দরকার, চাচা?”
বৃদ্ধ মৃদু হাসলেন, “বাবা, একটু পানি পাব কি?”

আমি ব্যাগ থেকে পানির বোতল বের করে দিলাম। তিনি ধীরে ধীরে পানি খেলেন, যেন প্রতিটি ফোঁটা তার জীবনের অংশ হয়ে যাচ্ছে।

আমি কৌতূহলী হয়ে বললাম, “চাচা, আপনি এখানে বসে আছেন কেন?”

তিনি নিঃশ্বাস ফেললেন, “একটা চাকরি খুঁজছিলাম বাবা। অনেক জায়গায় ঘুরলাম, কেউ কাজ দিতে চায় না। বয়স হয়েছে বলে সবাই ফিরিয়ে দেয়। কিন্তু হাত-পা ঠিকই চলে, ছোটখাটো কাজ হলে করতেও পারবো।”

আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কিছু একটা করার ইচ্ছা মনে দানা বাঁধছিল। আমার পরিচিত এক দোকান ছিল কাছেই, যেখানে একজন কেয়ারটেকারের দরকার ছিল। আমি তৎক্ষণাৎ দোকানদারকে ফোন দিলাম।

দোকানদার রাজি হয়ে গেলেন বৃদ্ধকে কাজ দিতে! আমি আনন্দে চাচাকে খবরটা জানালাম। তার চোখে জল এসে গেল। “বাবা, আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করবো?”

আমি হাসলাম, “আমার জন্য দোয়া করবেন, এই যথেষ্ট।”

বৃদ্ধ লাঠিটা শক্ত করে ধরলেন, আর আমি মনে মনে বললাম, “মানবতা কখনো হারিয়ে যায় না, শুধু তাকে খুঁজে নিতে হয়।”

#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments