মানবতার সুধা
মোস্তফা জামাল গুমুজি
নিজেকে গড়ো এমন করে,
প্রতিটি মন পাশে ঘেঁষে।
তোমার ছোঁয়ায় শান্তি পাবে,
ভালোবাসায় প্রাণ রেশে।
শব্দ যেন হয় মধুর ধ্বনি,
ব্যথার মাঝে দাও সান্ত্বনা।
হৃদয় দিয়ে ছুঁয়ে রাখো,
মানবতার সবক শিখনা।
নির্মল হাসি, কোমল বাণী,
অন্যকে দাও আশার আলো।
তোমার ছায়ায় মানুষ থাকুক,
ভরসা পাক নির্ভর কালো।
পথের বাঁকে হাতটা বাড়াও,
গড়ো তোমার মহৎ পরিচয়।
মন যে পাবে স্নিগ্ধ পরশ,
মানুষ হবে হৃদয়েরময়।
০৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal