মা
মোস্তফা জামাল গুমুজি
মা মানে ভালোবাসার ছোঁয়া,
অবিরাম স্নেহ, না বলা কষ্টের মোহনা।
যখন ক্লান্ত, যখন একা,
মায়ের ডাকেই পাই শান্তির রেখা।
মা মানে ভোরের আলো,
শুদ্ধতার মাঝে ভালোবাসার পালক।
পথের শেষে, আঁধারের ঘরে,
মায়ের হাসি জ্বালে আশার ফালক।
তুমি আছো বলেই বেঁচে আছি,
তুমি ছাড়া জীবন যে শুন্য খাঁচি।
দুঃখে সুখে, ঝড়ে বৃষ্টিতে,
তোমার আঁচলে স্বপ্ন বুনে রাখি।
তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal