লোকের প্রশংসা ও নিন্দা
✍️ মোস্তফা জামাল গুমুজি
লোকের মুখের প্রশংসায়,
যদি সুখ খোঁজ তুমি,
তবে একদিন নিন্দার আঘাতে,
ভেঙে যাবে স্বপ্নভূমি।
লোকে বলে, লোকে হাসে,
তারা তো বদলায় রাতের সাথে।
তুমি শুধু থাকো অবিচল,
নিজ গুণে হও উদাহরণ চিরকাল।
প্রশংসায় ভাসতে নয়,
নিন্দায় ভেঙে পড়তে নয়,
নিজ পথের প্রদীপ জ্বালো,
নিজেকে আপন আলোয় সাজাও।
📅 ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal