কষ্টের জীবন
মোস্তফা জামাল গুমুজি
কষ্ট আসে নিঃশব্দ রাতে,
যখন অতীত ফিরে তাকায়।
যে স্মৃতিগুলো ফেলে এসেছি,
আজও হৃদয়ে দগদগে জ্বলে যায়।
ধুঁকে ধুঁকে মরে মন,
কিন্তু কাকে বলবো ব্যথার বর্ণনা?
চোখের জলে জ্বলে উঠে,
অপ্রকাশিত এক সাগরের যন্ত্রণা।
একটু কাঁদলে হালকা হত,
কিন্তু সে সুযোগও কই?
নিজেকে গুটিয়ে রাখি আমি,
জীবন কি শুধুই এঁকেবেঁকে বই?
এই কি জীবন? এই কি নিয়তি?
অতীতের ছায়ায় চলি একা,
কেউ বোঝে না, কেউ শোনে না,
শুধুই বয়ে যায় কষ্টের রেখা।
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার