জীবনের বিষাদ আর গ্রামের বুকে
✍️ মোস্তফা জামাল গুমুজি
জীবনটা যেন ক্লান্ত পথিক,
বিষাদের ছায়ায় নতজানু বিক,
গ্রামের মাটি আজ ভারী হয়ে আসে,
শূন্য হৃদয়, চোখে জল ভাসে।
প্রতিটি মুহূর্তে ডাক আসে দূর থেকে,
দুনিয়া ছাড়ার তৃষ্ণা বুকের গভীরে রেখে,
আমলের খাতা ফাঁকা, বোঝা ভারী,
তবু আল্লাহর রহমত, আশার আঁধারী।
চাই না কবর হোক এই গ্রামমাটি,
যেখানে স্মৃতি কাঁদায়, দেয় ব্যথার ঘাঁটি,
অন্য কোথাও হোক শেষ আশ্রয়,
প্রভুর করুণা, তাতেই যেন হয়।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal