জীবনের আরেকটি সুযোগ
মোস্তফা জামাল গুমুজি
জীবন কি দেবে আমায় আরেকটু সময়?
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো সাজিয়ে নিবো।
বিক্ষত হৃদয়, ক্লান্ত পথিক,
নতুন আলোয় নিজেকে গড়ে তুলবো।
একবার যদি ফিরতে পারতাম,
ভুলগুলো直িয়ে নিতে চাই।
ভেঙে পড়া আত্মাকে জোড়া লাগিয়ে,
নতুন করে হাঁটতে চাই এই ধরণায়।
জীবন, আমায় করো না কঠোর,
আরো একটু আশার আলো দাও।
ভালো থাকার, বাঁচার আশায়,
নতুন করে স্বপ্ন বুনতে চাও।
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার