জীবন উপভোগ করো
মোস্তফা জামাল গুমুজি
প্রকৃতির স্নিগ্ধতার মাঝে,
নিজেকে খুঁজে নাও এক ফাঁকে।
নরম বাতাস, রোদ মেখে,
বাঁচার আনন্দ ছড়িয়ে রাখো ঢেকে।
সূর্য ওঠে, পাখি গায়,
নদীর ঢেউ মনকে ছোঁয়।
প্রতিটি মুহূর্ত জীবনের গান,
ভালোবাসো তাকে আপন প্রাণ।
ফুলের সুবাস, শিশিরের স্পর্শ,
এই তো জীবন, ছোট্ট এক অর্ঘ্য।
দুঃখ ভুলে হাসতে শেখো,
সময় যে কম, তা বুঝতে শেখো।
তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal