জীবনের যুদ্ধ
✍️ মোস্তফা জামাল গুমুজি
জীবনের যুদ্ধটা, একেক জনে ভিন্ন,
কেউ লড়াই করে, কেউ থাকে নিঃশব্দে স্থির।
কেউ হারায় পথে, কেউ খোঁজে আলো,
কারও স্বপ্ন ভাঙে, কারও আশা কালো।
কেউ হাঁটে কাঁটায়, কেউ পায় ফুল,
কেউ হাসে প্রাণে, কেউ বোঝে ভুল।
কেউ বুক চেপে রাখে অশ্রুর স্রোত,
কেউ আবার মুখে হাসি, অন্তরে ক্ষত।
পথ যত কঠিন, মন তত বড়,
জীবন তো যুদ্ধ, হার মানে না পর।
চলতে হবে সামনে, আশা বুকেতে,
জয়ের গল্প লেখা, প্রতিটি ক্ষতে।
📅 ১৭-০৩-২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal