জেলের আর্তনাদ
✍️ মোস্তফা জামাল গুমুজি
জলের বুকে ছুটে চলি,
নোনা ঘামে ভেজে গা,
মুঠো ভাতের আশায় আমি
রক্ত জল করি যা।
মাছের গায়ে স্বপ্ন আঁকি,
জাল বুনে গাঁথি গান,
দাম না পেলে বুকটা পোড়ে,
বেদনায় ভরে প্রাণ।
দস্যুর চোখে লালসার ছায়া,
ছিনিয়ে নেয় সবই,
জলের বুকে হারাই আমি,
স্বপ্ন হয় মলিন।
সুন্দরবনের সবুজ বুকে
শুনছ কি সেই ডাক?
প্রিয়জনের ম্লান মুখে
দেখছ কি অশ্রুর ফাঁক?
প্রিয় দায়িত্বশীলেরা,
শোনো আমার ব্যথা —
সাগর জয়ের সাহস আছে,
কিন্তু চাই নিরাপত্তা।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal