জাতীয় পতাকার অহংকার
মোস্তফা জামাল গুমুজি
দু’মার্চ এলো, গৌরব নিয়ে,
স্বাধীনতার পথটি বুনে,
লাল-সবুজের মহিমান্বিত,
এক ইতিহাস রক্তে গুণে।
ভিপি রব যে হাতে তুলে,
উড়িয়েছিলেন পতাকা,
সেই দিন থেকে বাঙালির মন,
স্বপ্ন দেখেছে নব আকাঁকা।
পঁচিশে মার্চে আঁধার নামে,
তবু আমরা থামিনি,
রক্ত ঝরিয়ে লাল করেছিলাম,
সবুজ মাঠের দামিনি।
কামরুল হাসান দিলেন রূপ,
স্বাধীনতার প্রতীক,
শিব নারায়ণের মানচিত্র খচিত,
ছিল এক নব দিক।
আজও পতাকা আকাশ জুড়ে,
গর্বিত উড়ে বীরের বেশ,
জাতীয় পতাকার এই মাহেন্দ্রক্ষণ,
চিরকাল রাখবো স্পর্শে নিশ্বেষ।
২ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal