ইফতারের শিক্ষা
✍️ মোস্তফা জামাল গুমুজি
ইফতার মানে ইবাদতের ডাকে,
মনের দরজা খোলো আলো ঝলকে।
পর্দা ভেঙে, মিশে গেলে সবাই —
বরকত যাবে, গুনাহ বাড়াবেই।
কলেজ-ভার্সিটিতে ঢেউ ওঠে হাওয়া,
ছেলে-মেয়েরা ভুলে যায় দাওয়া।
ইফতার তো বিনোদন নয়,
নফসের পথ ছাড়ো, এই তো হয়।
📅 ১৫-০৩-২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal