হালাল রিজিক, বরকতের পথ
মোস্তফা জামাল গুমুজি
সবাই সাবধান, শোনো মনোযোগ,
হালাল পথে থাকুক আমাদের যোগ।
৫/১০/২০ টাকার লোভে কেন,
ঠকিয়ে করো নিজের জীবন ক্ষণ?
হারাম রিজিকে শান্তি নেই,
বরকত থাকে সৎ পথে।
হক্কের পথেই আসল সুখ,
আত্মা জুড়ায় অন্তর হতে।
অন্যের হক নষ্ট করো না,
ন্যায়ের পথে থাকো অটল।
যে টাকা সৎ পথে আসে,
সেই টাকাতেই জীবন সফল।
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal