ঘরছাড়া এক দশক
মোস্তফা জামাল গুমুজি
ঘর বানানোর আশায় রইলাম ঘরছাড়া,
দশটি বছর কেটে গেল পথের ধুলো গাড়া।
ইট-কাঠ-সিমেন্ট বুনছি দিনের পর দিন,
নিজেরই আশ্রয় হলো আজও পরাধীন।
স্বপ্ন গড়তে গিয়ে স্বপ্ন ভেঙে পড়ে,
রোদে-পুড়ে বৃষ্টি ঝরে বুকের গভীরে।
আকাশের নিচে শুয়েছি কত রাত,
তবুও শেষ হলো না ঘর বাঁধার মাত।
স্বপ্নের ইট পাথরে গাঁথা হয়নি,
নিয়তির নির্মাণ কাজ কি থেমে রইল?
আশার আলো একদিন ঠিকই ফুটবে,
এই বাউণ্ডুলে জীবন আপন ঘরে উঠবে।
৩ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal