একুশের অর্ঘ্য
মোস্তফা জামাল গুমুজি
ফাগুন এলেই মনে পড়ে,
সেই দিনের রক্তঝরা ক্ষণ,
ভাষার জন্য বুক পেতে দিলো,
সালাম, রফিক, বরকত, জব্বার তখন।
মায়ের ভাষায় কথা বলবো,
এই শপথ নিয়েছিল যারা,
গোলির সামনে বুক পেতে দিলো,
দেশমাতার আপন ধারা।
একুশ এলেই শহীদ মিনারে,
ফুটে ওঠে শ্রদ্ধার ফুল,
লাখো কণ্ঠে ধ্বনিত হয়,
“আমার ভাইয়ের রক্তে রাঙানো” বুল।
ভাষা আমার অহংকার,
বাংলা আমার প্রাণ,
তোমাদের রক্তে লেখা ইতিহাস,
চিরকাল থাকবে সম্মান।
তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal