একই চাঁদের আলো
মোস্তফা জামাল গুমুজি
একই চাঁদের আলো কেন বিভক্ত?
একই আকাশ তলে কেন ভিন্ন রীতি?
রমজানের চাঁদ দেখে শুরু হয় রোজা,
কিন্তু কিসের এত মতভেদ, এত দ্বিধাগ্রস্ত গীতি?
সারাবিশ্ব এক সুরে রোজা রাখে,
একই দিনে ইফতারের ধ্বনি বাজে,
তবে কেন ঈদের দিন ভিন্ন হয়,
কেন এ দ্বিধা, কেন এ সাজে?
আলেম সমাজ, ভাবো একবার,
উম্মতের ঐক্য কি জরুরি নয়?
একই দিনে যদি শুরু হয় রোজা,
একই আনন্দে ঈদ কেন হয় না হয়?
ফিকহের জ্ঞান, চন্দ্রের হিসাব,
সবই তো দ্বীনের আলো,
তবে কেন এ দ্বিধার খেলা,
কেন দ্বিধায় পড়ে উম্মাহ কালো?
আসুন মিলে করি আমরা ভাবনা,
একতার পথে গড়ি সেতু,
একই দিনে উদযাপন হোক,
ঈদের খুশি হোক সর্বত্র সত্য।
২ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal