দূরত্বের বাস্তবতা
✍️ মোস্তফা জামাল গুমুজি
গুরুত্বে গাঁথা ছিল স্বপ্নের সেতু,
অবহেলায় তাতে উঠলো ফাটল,
কথার আকাশে জমলো মেঘ,
মনখানি রইলো একলা, নিঃশব্দ।
যত্নের রঙে আঁকা সম্পর্ক,
অবহেলার ছোঁয়ায় হলো বিবর্ণ,
দূরত্ব এসে ঢেকে দিলো
স্মৃতির সবুজ উঠোন।
মন যে নদী, যত্নে বয়,
উপেক্ষার কাঁটায় পথ রুদ্ধ হয়।
দূরত্ব কেবল সময়ের খেলা নয়,
গুরুত্ব না দিলে, সম্পর্কই থমকে রয়।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal