দূরে থাকা আর ভুলে থাকা
মোস্তফা জামাল গুমুজি
দূরে থাকা আর ভুলে থাকা,
কথা দুটি যদি এক হতো কোনো এক ছায়ায়,
তবে জীবনের এই অন্ধকার পথে
পথের বাতি জ্বালানো সহজ হতো।
দূরে চলে যেতে মনের অঙ্গনে,
একা থেকে মন কি সহজে সয়ে?
কিন্তু ভুলে যাওয়ার যে প্রক্রিয়া,
সে তো বয়ে আনে আরো এক দুঃখ-জ্বরিয়া।
দূরে থাকলে মন তো বুঝে,
অন্য কেউ হারাবে না আবার তাকে।
কিন্তু ভুলে থাকলে এক মিথ্যে স্রোতে,
ভালবাসার স্মৃতি ডুবে যায় ধোঁয়াশায়।
কথা দুটি যদি এক হতো তবে,
হৃদয়টি হত না এত ক্লান্ত।
জীবনের মানেটা বুঝতাম খুব সহজে,
দূরে থাকার কষ্ট ছিলো না এত রুদ্ধ।
০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal