দোষ না গুণ?
মোস্তফা জামাল গুমুজি
আপনি যদি দোষই খুঁজেন,
গোলাপের সুগন্ধিও হবে বিষ।
হাওয়া বইবে বিপরীতে,
আলোও লাগবে অন্ধকারের রেষ।
তবে যদি গুণের আলোয় দেখেন,
কাটার মাঝেও রূপ লুকিয়ে।
যে আঘাত দেয়, সে-ও শেখায়,
সহ্য করার শক্তি গড়ে ওঠে বুকে।
পৃথিবীটা যেমন দেখেন তেমন,
চোখের আয়নায় রঙের খেলা।
সুন্দর খুঁজলে, ফুল ফোটে মনে,
নয়তো শুধুই কাঁটার জ্বালা।
তাই জীবন দেখুন প্রেমের চোখে,
দোষ নয়, খুঁজুন গুণ!
গোলাপের মতো ফুটে থাকুন,
হোক কাটায় ঢাকা, তবু সুগন্ধিত হন।
তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal