চড়ুইয়ের ভালোবাসা
মোস্তফা জামাল গুমুজি
নীল আকাশের বিশাল কোলে,
সবুজ পাতায় দোলে দোলে।
দুটি চড়ুই, ভালোবাসার গান,
ডানায় মাখে সোনালি আহ্বান।
একটি ডাকে, অন্যটি সরে,
নরম বাতাসে প্রেম যে ঝরে।
তারা জানে না বড়ো বড়ো কথা,
তবু হৃদয়ে বাঁধে শত ব্যথা।
সূর্যের আলোয় নেচে চলে,
আকাশ পাতায় ছুটে মিলে।
ভালোবাসা কি এতেই থাকে?
চড়ুই দুটির চোখেই বাঁধে!
হে নীল আকাশ, হে সবুজ শাখা,
তোমাদের মাঝে গড়ুক ভালোবাসা।
চড়ুই দুটির মতো হোক প্রেম,
সাধারণ হয়েও অতল গহীন।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal