চালাক নামে আমি আসলেই বোকা
✍ মোস্তফা জামাল গুমুজি
চালাক বলে সবাই ডাকে,
আসলে আমি বোকাই থাকি!
হিসেব করলে মাথা ঘুরে,
সংখ্যাগুলো লাগে ধুরে।
যোগ-বিয়োগ মানে বিভ্রান্তি,
দেখলে যায় সব শান্তি!
গুণ-ভাগ তো দূরের কথা,
দেখলেই মাথায় পড়ে ব্যথা।
স্মার্টনেস নামের একটা ঢং,
আসলে আমি অঙ্কে ঢঙ!
এক দুই তিনে ধরা খাই,
চার পাঁচ শুনলে ঘুমাই।
কিন্তু মনটা সাদা কাগজ,
হিসেব না বুঝলেও আছি আজ!
চালাক বলে যা খুশি বল,
বোকামিতেই খুশি চল!
📅 ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal