বস্তির রাজপ্রাসাদ
মোস্তফা জামাল গুমুজি
বস্তির ভেতরে স্বর্ণের থালা,
রক্তমাখা টাকা, ক্ষমতার খেলা।
যৌথবাহিনী এল এক সন্ধ্যায়,
উঠলো পর্দা, খুললো জটিল ফাঁদ।
দেয়ালের পেছনে গুপ্ত ভাণ্ডার,
গরিবের ঘরে সোনা-রুপার পাহাড়!
শাসকের ছায়ায় যারা ছিল রক্ষিত,
তাদের মুখোশ আজ হলো উদ্ঘাটিত।
শত মানুষ পেট ভরে খেতে পায় না,
একজন বানায় সিংহাসনখচিত ঘর,
বস্তির কুটিরে শাসকের ছোঁয়া,
ন্যায়ের নিশান উড়লো কি পর?
এই যে বৈপরীত্য, এই যে ব্যথা,
বিচার কি হবে, নাকি হারাবে কথা?
রাজপ্রাসাদে বস্তির ধুলো,
বিচারের দিন কি হবে শুরু?
২ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal