বসন্তের রঙ
মোস্তফা জামাল গুমুজি
ফুলে ফুলে ভরা বসন্ত,
রাঙিয়ে দিয়েছে প্রকৃতি।
হাওয়ায় ভাসে সুবাস মৃদু,
রোদে নাচে সোনার স্মৃতি।
পাখির গানে ভোরের জাগরণ,
নতুন পাতায় শোভা বাগান।
বুক ভরা সুখের দোলাচলে,
মন উড়ে যায় অজানায় খান।
বসন্ত এলেই হৃদয় নাচে,
রঙিন আবেশে মোড়ানো পথ।
তোমার ছোঁয়ায় ফুলের মতো,
আমার জীবন রঙিন হোক।
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal