বিদায়ের সুর
✍️ মোস্তফা জামাল গুমুজি
চেনা মুখের মায়া ভাঙল আজ,
বিদায়ের সুরে নীরব সাজ,
যে ভালোবাসত নিঃশব্দে আমায়,
সে চলে গেল, ফিরবে না আর কভু হায়।
স্মৃতির পাতায় রয়ে গেল সে,
মনের আঙিনায় দুঃখের রেশ,
আকাশের তারা হয়ে কি সে হাসে?
নাকি নীরব কান্নায় ভাসে?
বিদায়ের এই পথ চিরকালীন,
শুধু রয়ে যায় ফেলে যাওয়া দিন,
তবু ভালোবাসা অমলিন রবে,
তার স্মৃতি হৃদয়ে চিরকাল জাগবে।
📅 ১৭-০৩-২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal