বিদায়ের বেলায়
মোস্তফা জামাল গুমুজি
বিদায়ের সুর বাজে হালকা,
চোখের কোনে জল—না বলা কথা।
হাটহাজারীর মাটির গন্ধ,
আজও বুকে আঁকড়ে ধরে অন্তর।
এখানেই শিখেছি পথ চলা,
সত্য, ন্যায়, ধর্মের আলো।
উস্তাদদের স্নেহের ছায়া,
জীবনজুড়ে রবে মেলা মায়া।
বন্ধুর হাসি, সংগ্রামের গল্প,
মনের মাঝে অমর রবে।
সেই প্রতিটি প্রহর, প্রতিটি রাত,
স্মৃতির পাতায় জ্বলবে প্রভাত।
আজকের বিদায় নতুন পথের দিশা,
আল্লাহর রহমতে হবে আস্থা।
সত্যের আলো ছড়িয়ে দেবো,
ধর্মের পথে এগিয়ে যাবো।
ওগো প্রিয় মাদ্রাসা, ওগো পবিত্র ভূমি,
তোমার স্মৃতি হৃদয়ে গাঁথা রবে চিরদিন।
বিদায় নয়, এ এক নতুন যাত্রা,
তোমার শিক্ষায় সাজাবো দুনিয়া।
তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal