বাস্তবতার রঙ
মোস্তফা জামাল গুমুজি
বেয়াদব হলে ছাড় পায়, ঘাড়ত্যাড়া হলে সুখ,
নম্র যারা নিরীহ বুকে, পায় শুধু দুঃখ।
সাহসীরা হাঁটে তেজে, পায় না বাধার প্রাচীর,
সরল যারা শান্ত মনে, সহে শত আঘাতের কীর্তি।
অন্যায় করে যারা, তারা হাসে দিব্যি,
ন্যায়ের পথে হাঁটলে কেন, গুনতে হয় ঋণী?
তবু সত্য পথেই রবো, নতি স্বীকার নয়,
সৎ পথে যারা চলবে, তারাই পাবেন জয়।
১ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal