Posted on

বাইকের কুকুর

মোস্তফা জামাল গুমুজি

সন্ধ্যা নামে, বাতাস বয়,
রাস্তার ধুলো ছুটে যায় ক্ষয়।
বাইকের উপর এক কুকুর চুপ,
দৃষ্টি তার দূরে, স্বপ্নরূপ।

হ্যান্ডেলে চোখ, ইচ্ছা যে রয়,
চাকা ঘুরবে, ছুটবে জয়!
বাতাস ছুঁয়ে উড়বে সে হাল,
রাস্তায় হবে তার রাজপাল।

কিন্তু কেবল বসে সে থাকে,
স্বপ্নের ঘোরে ডুবিয়ে আঁকে।
সন্ধ্যা নামে, আলো কমে,
কুকুরটি বসে, মনের গহনে।

হয়তো একদিন চালাবে নিজে,
রাতের শহর ঘুরবে মিশে।
ততদিন বসে, দেখে সময়,
বাইকের উপর কুকুরের জয়!

০৫ মার্চ ২০২৫, বুধবার

#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments