আপা, তুমি কোথায়?
মোস্তফা জামাল গুমুজি
আপা, তুমি না থাকাতে বাজারও বদলেছে,
বরইয়ের জায়গায় খেজুর উঠেছে।
কুমড়ার বদলে বেগুন কিনে,
মানুষ এখন বেগুনি ছুঁয়ে।
আপা, কাঁঠালের ঘ্রাণ নেই আর,
গোশতের স্বাদেই চলছে সংসার।
হাটে-বাজারে পরিবর্তনের ঢেউ,
কেউ বোঝে না, কেউ কাঁদে ঢেউ।
আপা, কলিজা ফেটে যায় দেখে,
মানুষের কষ্টের খবর কে রাখে?
তুমি ছাড়া এই বোঝা কে বইবে,
এই অভিমান কে বুঝবে, কে কইবে?
০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal