আমার উপমা আমিই
মোস্তফা জামাল গুমুজি
আমি আমার মত,
আমি আমার অপূর্ণ ইচ্ছের মত।
আমি হেরে যাওয়া সেই আমি,
তবুও আমার উপমা আমিই।
আমি ছায়ার মতো নিজেই আমার সঙ্গী,
আলোর ভেতরেও একলা দাঁড়িয়ে,
হারিয়ে গিয়েও খুঁজে ফিরি আমায়,
জীবনের পথে, স্মৃতির বাঁকে।
আমি ভাঙার পরে গড়া এক গল্প,
আমি হারিয়ে যাওয়া দিনের স্বপ্ন,
তবুও আমার রঙ, আমার ছোঁয়া,
আমি আকাশ, আমি ধরা না দেওয়া।
১ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal