একটা বিকেল আমার হোক
মোস্তফা জামাল গুমুজি
একটা বিকেল হারিয়ে যাক গোধূলিতে,
রঙের ছোঁয়ায় মাখুক স্নিগ্ধ সুখের নীড়ে।
থেমে যাক যান্ত্রিক কোলাহল,
নীরবতার সুর বাজুক অনাহূত মঞ্জুল।
কাঁধ থেকে নেমে দায়িত্বের ভার,
ঝরনার জলে গলে যাক অবিচার।
সময় যেন থমকে থাকে একটুখানি,
শান্তির ছায়ায় জুড়াক প্রাণখানি।
চোখের পাতা বুজে আসুক ধীরে,
স্বপ্নেরা নাচুক নীরব বৃষ্টিধারায় ফিরে।
ক্ষতচোখ ব্যথা ও ক্লান্তি ভোলে,
একটা বিকেল থাকুক শুধু আমার কোলে।
০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal