আকাশ ছোঁয়ার স্বপ্ন
মোস্তফা জামাল গুমুজি
বালুর বুক চিরে একদিন,
উড়লো স্বপ্ন, উড়লো দিন।
মানিকগঞ্জের সেই আকাশে,
জুলহাস দিলো ডানা ভাসিয়ে।
নিজ হাতে গড়া স্বপ্নখানি,
হাওয়ার সাথে খেললো রঙিন বাণী।
পরিশ্রমের ঘামে ভেজা পথ,
নাম লেখালো সাফল্যের রথ।
অসম্ভব বলে কিছু নেই,
জুলহাস তা দেখিয়ে দিলো বই।
মেধা, চেষ্টা, অদম্য প্রাণ,
আকাশও হলো তার আপনস্থান।
স্বপ্নেরা জাগুক সবার মনে,
নতুন পথ খুলুক বিজয়ের সনে।
জুলহাস তুই এগিয়ে যা,
আকাশ তোর জন্য উন্মুক্ত মহা।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal