আহলান সাহলান, শাহরু রমাদান
মোস্তফা জামাল গুমুজি
আহলান, সাহলান, শাহরু রমাদান,
নূরের আলোয় ভাসে ধরণী,
কল্যাণ বৃষ্টি ছুঁয়ে যায় হৃদয়,
রহমতের বারি ঝরে অনবরত ঘন ঘনই।
রোজার সওগাত আনল যে দোরে,
সেই ঘর ধন্য, পূত পবিত্র,
ইবাদতে মন রাঙে যে পথে,
তারই জন্য জান্নাত তামাম উন্মুক্ত।
কুরআনের সুরে জেগে ওঠে নিশি,
তারাবির কণ্ঠে সুরের ছোঁয়া,
সিজদায় বয়ে যায় চোখের ধারা,
মাগফিরাত চেয়ে মন শুধু কাঁদে থেমে না।
হে রব! করো দয়া, দাও রহমত,
তোমার প্রেমে মন হোক সিক্ত,
এই শুষ্ক উঠোনে বর্ষা নামুক,
রমজানের বরকতে হোক ধন্য প্রত্যেক দিক!
২ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal