চায়ের টংয়ে বিকেল
✍️ মোস্তফা জামাল গুমুজি
সবুজ প্রান্তরের মাঝে,
তিন রাস্তার মোড়ে,
নির্মল প্রকৃতির কোলে,
একটি ছোট্ট চায়ের টং।
কাপের ধোঁয়ায় মিশে যায়
গল্প আর নিরবতা,
হাওয়ার মৃদু স্পর্শে
মন হারায় পথচলা।
বন্ধুর হাসি, পথিকের বিরতি,
অচেনা মুখের মৃদু অভিবাদন —
এই টং যেন সময়ের বাইরে
এক টুকরো নিবিড় জীবন।
সূর্য ডুবে গেলে,
আকাশে রঙের খেলা,
চায়ের কাপে ভাসে
স্মৃতির আলো-ছায়া।
📅 ১৭-০৩-২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal