মরণের ডাক
✍️ মোস্তফা জামাল গুমুজি
তোমার যখন জুটতো না মোটে,
একটু আহার ক্ষুধার ক্ষতে,
কেমনে গড়লে জমাজমি আজ,
টাকার পাহাড় — কিসের সাজ?
ছিলে যে একদিন পথের ফেরারী,
আজ কেন চোখে দম্ভের মরীচি?
কালো হাত বাড়াও, সাদা শাড়ি পরে,
মরণ যে ডাকছে, পেছনে পড়ে!
কথা রেখো স্মরণ, সময় যে কম,
জীবনের হিসেব হবে নিঃসম,
মাটি ডাক দেবে, হিসাব চাইবে,
সবই রবে, তুমি মাটিতে শুয়ে রবে।
📅 ১৭-০৩-২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal