স্মৃতির আঁধারে নিঃশব্দ কান্না
✍️ মোস্তফা জামাল গুমুজি
সুখের আড়ালে লুকিয়ে ব্যথা,
মনে বাজে অজানা কথা,
স্মৃতির ছোঁয়ায় হৃদয় ভরে,
নীরব কান্না চোখে ঝরে।
রাতের আঁধারে চাঁদের আলো,
মনে করায় স্মৃতির পালো,
যতই ঢাকি, ব্যথা রয়েই যায়,
হারিয়ে ফেলা দিন যে কাঁদায়।
হৃদয়ের কোণে জমে থাকা ব্যথা,
ঝড়ের রাতে বাজে নিভৃতে,
ইচ্ছে হলে কি ভোলা যায়?
স্মৃতি কখনও হারিয়ে যায়?
📅 ১৭-০৩-২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal