Posted on

জীবনের রঙ

✍️ মোস্তফা জামাল গুমুজি

টাকা হলো বাতাসের মতো,
ধরা দিলেও থাকে না হাতে,
সম্পর্কগুলো কাগজের নৌকা,
ভেসে যায় কালের স্রোতে।

জীবন যেন এক মঞ্চ নাটক,
রঙ্গমঞ্চে হাসি-কান্না ভাসে,
প্রতিটা দৃশ্যেই ছদ্মবেশী,
প্রাণের মাঝেও শূন্যতা বাসে।

মৃত্যু শুধু নীরব সত্য,
সব রঙ মুছে নেয় এক নিমেষে,
বিদায়ের পথে আঁধার নামে,
মন কাঁদে নিঃশব্দ বেশে।

📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments