অপ্রয়োজনের গল্প
✍️ মোস্তফা জামাল গুমুজি
স্বার্থের পালক ছুঁয়ে,
ফিরে এলে আবার?
বন্ধুত্ব কি মেপে রাখি
চাহিদার বাজার?
একবার মন থেকে গেলে,
ফিরে দেখা হয় না আর,
ভালোবাসা তো নয় বৃষ্টির ফোঁটা,
যায় ফেরে, যায় হার।
যাকে চাই, প্রাণ উজাড়ে দিই,
নয় তো থাক দূরে,
তেল মেখে কাছে আসবে,
সে পথ এখন সুরে।
আজকে নয়, কালকে নয়,
চিরতরে শেষ,
ফ্রেন্ডশিপের পথ মুছে দিলাম,
বসন্তের শেষ রেশ।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal