পর্দা ও নিরাপত্তা
✍️ মোস্তফা জামাল গুমুজি
তালা দাও, পাহারা বসাও,
অন্ধকারে আলো জ্বালাও,
পথের ধুলোয় লুটোবে যারা,
সততার মানে বুঝবে না তারা।
পর্দা তো ঢাল, আত্মার পর্দা,
শরীরের সাথে হৃদয়কেও রাখে সুরক্ষা।
চোরের চোখে তালা প্রতিবন্ধক,
কিন্তু মন যদি পাপী, কীসে আটক?
জঘন্য ইচ্ছার নেই কোনো বাঁধন,
তাই পর্দা আর নিরাপত্তা — দুটোই প্রয়োজন।
মানবতার শিক্ষা হৃদয়ে জাগাও,
নিজের মান রক্ষা করো, অন্যকে শেখাও।
📅 ১৫-০৩-২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal