✨ সত্যের আলো ✨
✍️ মোস্তফা জামাল গুমুজি
গোপন আঁধার ছায়ার মতো,
পাশে থেকেও দেয় যে ক্ষত।
মিষ্টি কথার মুখোশ পরে,
করে আঘাত চুপিসারে।
তার চেয়ে ভালো দূরে থাকা,
প্রকাশ্যে যারা বলে সঠিক কথা।
বিরোধিতায় নয় ভয়,
সততার পথে শান্তি রয়।
মনের গভীর আঁধার ভেদে,
সত্য দাঁড়ায় দৃপ্ত চেতনায়।
গোপন শত্রুর থেকে উত্তম,
দূরের মানুষ, স্বচ্ছ প্রতিফলন।
📅 ১৫-০৩-২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal