শয়তানও অবাক!
মোস্তফা জামাল গুমুজি
রমজানের বাঁকা চাঁদে,
সংযমের ডাক বাজে,
শয়তান নেয় অবসর,
মানুষ কি সে বুঝে?
কিন্তু মানুষ? থামে কই?
লোভ, হিংসা, প্রতারণা,
শয়তান দেখে হতবাক,
সে-ও বলে, “এ কেমন যন্ত্রণা?”
ভেজালে ভরে বাজার-ঘাট,
মিথ্যা ছড়ায় মুখের বাঁকে,
অন্যায় জয়ের উল্লাস শোনে,
শয়তানও মুখ ঢাকে।
পাপ যে তারই ছিল যত,
মানবজাতি ছিনিয়ে নিল,
শয়তান কাঁদে চুপটি করে,
“আমি যেন নিষ্পাপ রইল!”
১০ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal