সুখ কি ভাগ্যে নাই?
মোস্তফা জামাল গুমুজি
খারাপ সময় ফুরাবে কবে?
জানি না আমি, জানে কি কেউ?
দুঃখের সাথে পথ চলাতে
সুখের ঠিকানা হলো না রৌ।
রাত পেরিয়ে ভোরের আশায়,
চেয়ে থাকি নীল আকাশে,
আলোর দেখা পাবো কবে?
প্রশ্ন শুধু বুকের পাশে।
বাতাস বলে, ধৈর্য ধরো,
আসবে সুখের রঙিন দিন,
এখনো পথের কাঁটা পেরিয়ে
হতে হবে গহন মীন।
১০ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
ঘঘ