পুরুষের দায়িত্ব
মোস্তফা জামাল গুমুজি
পুরুষ মানেই রিজিকের দায়িত্ব,
সৃষ্টি করেছে বিধাতা,
তাই বলে যন্ত্রণা দিয়ে নয়,
ভালোবাসার উপহার হোক সে স্রোতা।
স্বামী, বাবা কিংবা ভাই,
যে নামেই থাকুক পাশে,
নারীর হৃদয় বোঝার মতো
স্নেহ থাকুক ভালোবাসায় ভাসে।
০৯ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal