যান্ত্রিক আমি
মোস্তফা জামাল গুমুজি
ব্যস্ত নগরীতে আমি একটা যান্ত্রিক রোবট,
ভোরের আলোয় ছুটে চলি, নেই বিরতির সময়,
অফিস, ট্রাফিক, ক্লান্তি, শ্বাসরুদ্ধকর পথ,
একটুখানি স্বস্তি কোথায়?
ধুলোবালি মিশে যায় ফুসফুসের গভীরে,
স্বপ্নগুলোও ধীরে ধীরে হয়ে যায় যান্ত্রিক,
মনের জানালায় কেবলই হিসাবের কড়ি,
কবিতা, ভালোবাসা সবকিছুই ক্ষণিক।
রাতের আকাশে জ্বলজ্বল করে নক্ষত্র,
তবু আমি নগরীর কৃত্রিম আলোয় বন্দি,
কখনো কি ফিরবে সেই হারানো দিন?
মানুষ হয়ে বাঁচবো, নাকি থাকবো এভাবেই আবদ্ধ জীবনে?
০৯ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal