প্রকৃতির প্রেমে
মোস্তফা জামাল গুমুজি
সবুজ ঘাসের শিশিরবিন্দু,
নরম আলোয় ঝলমল করে,
পাহাড়ের কোলে মেঘের নাচন,
মন যে ডুবে স্বপ্নের ঘোরে।
নদীর জলে রোদের হাসি,
বাতাস বয়ে দেয় প্রেমের ছোঁয়া,
পাখির গানে হারিয়ে যাই,
এই প্রকৃতি বড়ো মায়ার বাঁধনে বেঁধে রাখা।
বৃষ্টির ধারা জানায় সুর,
গন্ধে ভরে মাটির বুক,
শিশিরভেজা পাতার মাঝে,
শান্তি মেলে, সবই সুখ।
নীল আকাশের চিল উড়ে যায়,
সাগর ডাকে দূরের দেশে,
প্রকৃতির প্রেমে বুঁদ হয়ে আমি,
ভাসি ভালোবাসার আবেশে।
০৮ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal