মানুষ হও আগে
মোস্তফা জামাল গুমুজি
চরিত্র গড়ো আলো দিয়ে,
অন্ধকারে ডুবে কেন?
মানবতার সুর বয়ে নাও,
পথটা বাঁকা কেমনে?
ভালো-মন্দ সবই আছে,
বেছে নাও শুভটাকে।
স্বাধীনতার অর্থ তো নয়,
নিজেকে ভাসাও ধোঁয়াটাকে।
সমাজ বলুক, মানুষ বোঝাক,
মানুষ থাকো সবার আগে।
ভালোটাকে আপন করো,
ভুল পথে কেন লাগো ভাগে?
মায়ের আঁচল, বাবার স্বপ্ন,
ভালোবাসার বুনন রাখো।
নিজেকে তুমি গড়ো এমন,
সমাজ তোমায় দেখে শিখুক।
০৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal