সময়ের সঙ্গী
মোস্তফা জামাল গুমুজি
মানুষের পেছনে সময় হারালে,
স্বপ্নগুলো হয় ধুলোয় মিশে।
শব্দের মাঝে বিভ্রান্ত থাকলে,
গন্তব্য পথ হারায় শেষে।
কাজের পথে ছুটলে যদি,
সময় দেবে সাফল্যের ধরা।
শ্রমের ঘামে লিখবে তুমি,
জীবনের শ্রেষ্ঠ জয়ধ্বজা।
সময়ের মূল্য বুঝে নাও,
ভুল পথে আর পা না বাড়াও।
মানুষ নয়, কাজের টানে,
সাফল্যের ফুল ফুটবে প্রাণে।
হাল ছাড়বে না, লক্ষ্যে থাকো,
কথার মাঝে পথ না হারাও।
কাজের ছোঁয়ায় গড়বে দিন,
সফলতার রবে সুরভি বিন।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal