বন্যপ্রাণীর ডাক
মোস্তফা জামাল গুমুজি
আজকে দিন বন্যের তরে,
সবুজ বনকে রাখো ভরে।
তারা কথা বলে, তারা গান গায়,
বেঁচে থাকার গল্প সাজায়।
গহীন বনে হরিণ দৌড়ে,
শাল গাছেরা ছায়া বোনে।
নদীর ধারে মাছেরা খেলে,
জীবন সাজায় স্নিগ্ধ জলে।
কিন্তু কোথায় সেই বনভূমি?
শব্দহীন কেন বনের সুখিনী?
মানবজাতি লোভের তরে,
কেঁদে ওঠে বন গহনে।
আজ প্রতিজ্ঞা হোক সকল প্রাণে,
বন্যপ্রাণী বাঁচবে টিকে থাকবেই।
সবুজ গাছে গড়ে উঠুক দেশ,
প্রকৃতির সুর রবে অবশেষ।
০৩ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal